সৈনিক আর সাধারণ মানুষ,
তফাৎটা বুঝা খুব মুস্কিলও নয়!
সাধারণ মানুষ আঘাত পেলে—
ওই আঘাতে জুড়ে যাওয়া ক্ষত সারানো
যেন তার মোক্ষম উদ্দেশ্য হয়ে উঠে।
আর একজন আঘাতপ্রাপ্ত সৈনিক—
খুব সহজে যন্ত্রণা ভুলে না!
ক্ষতটা যত দীর্ঘ হয় ততই যেন
প্রতিঘাত করার সক্ষমতা আরো
দৃঢ়ভাবে বেড়ে উঠতে থাকে।


জীবন সবাইকে সাধারণ থেকে
সৈনিক হয়ে উঠার প্রচুর মুহূর্ত দান করে!
দায়িত্বটা আপনার—
মিছেমিছি ক্ষত স্থানে মলম লাগাবেন,
নাকি প্রতিঘাতের নেশায় মাতাল হবেন।