থাকো তুমি স্বর্গসুখে থাকো!
আমি ছিলাম সময় মাত্র,
এখন আমায় ইচ্ছেমত নরক যন্ত্রণায় রাখো।



সুখের পাখি নীড় হারালো!
দুঃখ এখন হৃদয় জুড়ে,
ভাবছে একলা বসে; প্রেমে কেন হাত বাড়ালো।



আজ ব্যথায় ব্যথা নিখোঁজ!
কষ্টে আমার ভালোবাসা,
বলতে পারো যুগল-প্রেমের মিলন কতো সহজ?



খাঁচা-পাখির খাঁচায় জীবন!
নিজেতে তার আলাপন,
খাঁচার দরজা খুলবে; যেদিন হবে পাখির মরণ।