আজ পৃথিবীতে দেখে কে বলো
সুখ-দুঃখ কার গায়?
কেও বিনষ্ট করে অন্নপ্রাশনে
কেও বা মরে ক্ষুধাই।
আজ অচিরে সব পালটেছে নীতি
মানুষ মানুষের তরে,
সুখী সে আরো সুখ কুড়াই আর
দুঃখীরা কষ্টে মরে।
সহ্যশক্তি দিয়েছে বিধাতা যারে
কষ্ট বিলীন তার 'পরে!
মানুষ হয়ে আষ্টেপৃষ্ঠে চুষে খায়
অন্য মানুষের ঘরে।
এ কেমন চলছে নিয়তি বিধান
বিধাতা তোমার উপর?
কেমনে মানুষ ভুলেছে তোমায়
ভুলেছে আসল ঘর।
ভুলে গেছে অনেকে তারা যে মানুষ
আছে এক জন্মসূত্র,
তবে কেন জন্মের পর বুদ্ধি শোধনে
হয়ে উঠে বিচিত্র?।
তুমি প্রভু তাদের সঠিক পথের
করো হে দিশারী!
হে মানুষ চলো ভেদাভেদহীন
নিজেদের আপন গড়ি।