পাহাড়ের গভীর গুহা ধারালো সুড়ঙ্গ
তবুও এগিয়েছে মানুষ ভয় রেখে পাছে,
মনে যদি সাহস থাকে বুকে থাকে বল
সামান্য গুহা হয়ত আঁধার ভয়-মিছে।


মাটিতে মানুষ চলে অন্য সব কথা ভুলে
কখনো কি ভেবেছে সে উড়বে একদিন,
পাখিদের মতো আকাশে ডানা মেলে
আজ ভয়কে পিছু ফেলে উড়ছে রাত্রিদিন।


কাকের ঘরে কেন আসে কোকিলের ডিম
কাক কি কখনো জানতো সেই ইতিহাস,
ধীরেধীরে বেড়ে চলে কোকিলের কুহুকণ্ঠ
তালেগোলে সেই কোকিলকণ্ঠ পরিহাস।


সেকারণে বলছি প্রিয় আজ তোমাকে
ভয় তুমি ভুলে আপন করো আমাকে,
ভালোবাসা যখন স্তব্ধ হৃদয়ের কোনাচে
পৃথিবীতে ভয় পাওয়ার কি কিছু আছে?।