ঝড়ে পড়ে থাকা শুকনো পাতা
বৃষ্টিতে না ভেজা যে মেঘের ধারা,
ঠিক আমিও সম তোমায় ছাড়া
আমি কষ্টে জর্জরিত আত্মহারা।


শুরু হয়েছিলো আবার হলো না
শেষ হয়েও যেনো শেষ হলো না।
থমকে গিয়েছে মনের পরিবেশ
অবশিষ্ট যা তাও হয় না নিঃশেষ।


উঁকিঝুঁকি মারো আমার অবস্থায়
আমার প্রেম নিয়েছিলে সস্তায়,
দেখতে আসো বুঝি খামখেয়ালে
তাই অবুঝ থাকি লুকিয়ে আড়ালে।