তুমি যদি এমন হতে—
‘নীল আকাশের বিশাল কপলে
ক্ষুদ্র এক শশী হয়ে বাঁকানো ঠোঁটে
তাকিয়ে থাকতে।’
সেই কপলে যেমন শশী ঘিরে
ছোট্টছোট্ট তারা’রা গগন নীড়ে,
মিটিমিটি জ্বলিয়ে যাচ্ছে।
‘তোমার কপলের কালো তিলেদের
সেই গগনের তারা বানাতে!’
নতুবা! যদি এমন হতে—
‘দিনের অদৃশ্য এক শশী হতে!
আমি না-হয় সূর্য হয়ে থাকতাম।
আমার উজ্জ্বল কিরণ চাদরে,
তোমায় লুকিয়ে রাখতাম।’
অথবা!...
না-না-না তুমি যেমনি হও
আমার আর কিছু চাওয়া নাই,,
তুমি যেমন আছো; থাকো!
‘হৃদয় মাঝে, রঙিন সাঁঝে,
নীল গগনের মেঘের ভাঁজে,
সর্বক্ষণ সবি মাঝে’ তোমায় যেন পাই।