তোমার যেই অপরাধ স্বচক্ষে তুচ্ছ বিষয়!
তোমার সেই অপরাধ আমার উচ্চ বিষয়।
তুমি যেই অপরাধ ভেবেছিলে তাচ্ছিল্য!
কেবল সেই অপরাধ'ই আমার বহুমূল্য।
           তাইতো আমি ত্যাগী,
             ঘৃণায়—ভাগাভাগি।
                   অথচ—
    হৃদয় তুমি আলতো করে ছুঁলেই
     আমি আবার প্রেমে পড়ি ভুলেই।
     কিঞ্চিৎ যেটুকু বেঁচে আছে প্রণয়
     সেই প্রণয়ের মৃত্যু যেন না হয়!
          তাইতো আমি ত্যাগী,
  তোমারেই ভালোবেসেছি সদা তাই
          প্রতিদানে—ভাগাভাগি।