মিষ্টি মুখের দুষ্টু বুলি
শুনছে কন্যা প্রাণ খুলি।
ভাবছে না সে যাচ্ছে কোথা'
অতীত 'রে সে গেছে ভুলি।
আপনজন আজ হয়েছে পর,
নতুন স্বপ্ন দেখছে প্রখর,
আসলে যে কঠিন পথে
এগুচ্ছে সে নিশি 'প্রহর।
সমাজ যে তার ধারহীন লাগে,
প্রেমে নতুন ফুর্তি জাগে।
উড়ছে কন্যা মুক্তমনে,
ভয় যেন নেই তার সনে।
ভাবছে শুধু একটি কথা,
আকাশের মেঘ সৃষ্টি প্রথা।
এঁকেছে এই-মেঘ কোন তুলি'!
প্রেম প্রমোদে ভাসছে কন্যা,
অতীত-স্বজন গেছে ভুলি।
মিষ্টি মুখের দুষ্টু বুলি,
শুনছে কন্যা প্রাণ খুলি।