আমার ভাল লাগে “প্রতিদিন”
তোমার পছন্দ “আলো”
আমি আলোই রাখলাম ঘরে।
ভাবলাম, আলোকিত হবে
আমাদের পৃথিবী।


আলো পেয়ে তুমি অন্ধকারের নেশায়
গলায় পড়লে কালো পুতির মালা,
কালো বেলোয়ারী চুড়ির কামময় শব্দ তুলে
মাতালে টক শো
কালো পাথরের বাটিতে ভরে
নকল ফল ও ফলাদি
সাজালে সংসার।


অথচ আমার জন্মদিন গেল গত আটে
বেমালুম ভুলে তুমি ছিলে ছায়ার বাড়ী।
ছায়া আমারও ছিল,
অন্ধকারে যেতে যেতে একদিন রাত্রি হয়ে গেলাম।
নিজের প্রতিবিম্ব না দেখে আমাজানের গহীন অরণ্যে
ফিরে চলে গেল সব আলোর পাখী।