তাহলে মানুষেরও চলে
একটি খাঁচা হলে !
দু’একটি বদনা-বাটি
একটি ছালা বা চাটি
বেড়ানোর একটু উঠোন
কয়েকটি পেঁয়াজ রসুন
এক ডোবা জল
খানিকটা জঙ্গল
ছায়ার কয়েকটি গাছ
ডোবার দু’একটি মাছ
মানুষের আর কি চাই
খাঁচার বাইরে জীবন নাই !


খাঁচার বাইরে ছবির ছলে
কয়েক কবি এঁকে চলে
নায়াগ্রার জলপ্রপাত
আল্পস এর তুষারপাত
আগ্রার তাজমহল
টেম্পস এর সুরঙ্গতল
গ্রেট আমাজান রিভার
প্যারিসের আইফেল টাওয়ার।
ছবিতে সবই পাই,
ছবির বাইরে জীবন নাই।


ছবি বাড়ায় তিয়াশা
খাঁচা ভাঙ্গলে লাগে ভিসা।
ভিসা চাইলেই নাম কি ?
শুনে বলে কাম কি
চলে প্রশ্ন আর উত্তর
তারপর যার যার ঘর
কারো খাঁচা, কারো কবিতা
কেউ গেরস্থ, কেউ বারবণিতা!