কখনো ঝির ঝির, কখনো অঝোরে
ঝরছে বরিষন পুকুর ও পাথারে ।


পথ ঘাট কাদা মাখা, ডোবা জলে টুম্বুর
তার ‘পরে ঝরে পড়ে কদম আর ডুম্বুর ।


চারদিকে ডাহুক আর কোড়ার কান্না
শহুরে ভাইয়েরা এসে দেখে যান না !


বালক বালিকা মিলে কোষা নৌকায়
শাপলা তোলে আর বিলে সাঁতরায়  ।


লাল শাড়ী পড়ে বধু ছই ঢাকা নৌকায়
স্বামীর সংসার ছেড়ে ভাইয়ের বাড়ী যায় ।


পিতার ঘরে শৈশব, স্বামীর জন্যও কষ্ট
উভয় সংকটে বধুর বদন বেদনাক্লীষ্ট !


গাছেরা গাছের মত পাতা ভরা সবুজে
গ্রামগুলো মনে হয় জল’পরে ভাসছে।


টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ শোনেনি-হায় !
এমন কবির কি বর্ষার কবিতা লিখা মানায় ?


বর্ষা আসে জোয়ারের পানিতে তলিয়ে যায় দেশ
প্রার্থনা করি,এই পানিতেই ধুয়ে যাক জাতীয় সকল ক্লেশ !


                              বর্ষার আয়োজন- ০২