একদিন বৃষ্টি হতে যদি
করুনার বারি বুকে ধরে
এই রুক্ষ শহরে, সবুজ বেষ্টনী ঘেরা
বিশুদ্ধ জলের এক টুকরো লেক্ হয়ে যেতাম ।


একদিন দখিনা বাতাস হয়ে
দাঁড়াতে এসে যদি জানালায়
জন্ম জন্মান্তরে, ফুল ছিঁড়ে
কোন গুল্ম বৃক্ষের কষ্টের কারন হতাম না।


হাত ধরে যদি বলতে-“ ভাল হয়ে যাও ”
গালে হাত দিয়ে বসে থেকে দিনরাত
এইসব অ-কবিতার মুন্ডুপাত করে
তোমার শয্যায় পেতে দিতাম শীতল পাটি ।


এইসব যৎসামান্য কাজের সক্ষমতা হয়ত সবারই থাকে ।


তুমি চাইলে একটি সোনালী ব্যাংক
দুই কোটি টাকার একটি বালিশ
(একটি ব্যাংক শাখায় আর কত টাকা থাকে ?)
বুঝিয়ে দিলে, বস্তু জগতে ভালবাসা বলে কিছু নেই
সবকিছু ঝকঝকে তড়তড়ে নোটের তোড়া
আর সর্প জগতে আমার নাম হয়ে গেল ঢোঁড়া ।