সেদিন বনানী লেকে
ভেসে উঠল লাশ,
গাছ থেকে ঝরা, যেন
এক রক্ত পলাশ !


পুলিশ এলো, জনতার ভীড়
চারদিকে হা হুতাশ !
কোন মায়ের বুক খালি হল,
কার জানি হল সর্বনাশ !


লাশের পরনে সেলোয়ার কামিজ
নিশ্চয়ই কোন নারী ?
হয়ত ফেলে গেছে লম্পট কোন
ইজ্জত তার কাড়ি ?


সুরতহাল হল, লাশ গেল
মর্গে, ময়নাতদন্তে-
অদ্ভূত এক খবর এলো
নারী নয়,পুরুষ সে আদি ও অন্তে !


বেশ তো ! পড়েছিল সেলোয়ার কামিজ,
ওড়নাটা গেল কই ?
তবে কি নিস্তনী নারীরা
ওড়না পড়েনা সই ?


পুরুষ হয়ে নারী সেজেছিল
উদ্দেশ্য কি ছিল তার ?
সে কি গিয়েছিল পর নারী ঘর ?
পেতেছিল, রাতের সংসার ?


(তথ্যসূত্র “দৈনিক বাংলাদেশ প্রতিদিন”
০৬/০৬/২০১৪ ।)