তোমার জন্য চুল লাগালাম
টাক মাথায়,
ছেঁড়া কাঁথায় প্রাসাদ এঁকে
রঙ্গীন সুতোয়-
স্বপ্নে যখন বিভোর
তুমি আসবে,
শানকি ভরা পান্তা ভাতে
পোড়া মরিচ ভাসবে ।
হঠাৎ দেখি এক বিকেলে
প্রাচীন ইটের সোনারগাঁয়,
ঝাকরা চুলের এক বলদে
তোমার পায়ে চুমু খায় ।
এক ঝটকায় ফেলে দিলাম
মাথার নকল চুল
বুঝে গেলাম এই বয়সে
সং সাজাটাই ভুল !
তেলা মাথায় হাত বুলিয়ে
বললাম “ওরে টাক !
চাঁদের আলো ছড়িয়ে তুই
হাজার বছর থাক “ ।