আশা ছিল, ভালবাসা ছিল ।
আজ আশা নেই, ভালবাসার পাশে শুয়ে থাকে
শৃঙ্খলাবদ্ধ স্বপ্নের ক্রুশবিদ্ধ এক যীশু !
সময়ের সারস বেলা,সাদা মেঘের সাথে
সাহসী রোদে উড়ে
কোন জয়িতের দেশে চলে গেছে আশা
পাশা খেলে ।
স্বপ্ন ছিল, বৈভব ছিল না,
প্রেম ছিল, স্বাধীনতা ছিল না ।
আজ বিত্তরা বৈভব পাহারাদার
স্বাধীনতা এক ভয়াল স্বৈরাচার
চারিদিকে বেড়া কাঁটাতার
আর ঝুলে থাকে কত হলুদ ফেলানী !
পাওয়ার ঝুলিতে জমা পড়ে আছে, কষ্টের
কিছু নষ্ট তলানী !