তোমাকে চিনিব আমি বল কোন বাঁকে
কার সাথে কর খেলা, কোলে নিয়ে কাকে ?
একটি দিয়েছ বৃক্ষ, বড় মনহরা
তুষ্ট হৃদয়ে সবে দিচ্ছে প্রহরা  ।
এক ফল, আঁটি তার হরেক রকম
কি করে চিনিব তার শরম ভরম ?
চেনা অচেনার এই মহা দ্বন্ধ্বে
দিন কেটে চলে এলো ঘোর সন্ধ্যে
তবুও দিলে না ধরা, কেবল ফাঁকি
দুর বনে উড়ে গেল অচিন পাখি !