যদি আসতে তুমি আজ ভোরে
তোমাকেও বেঁধে নিতাম বাহুডোরে
দু’হাত বাড়িয়ে ডাকতাম তবে “এসো”
বুকের উপর বুকটি রেখে বসো
পোষাক আষাক, ছিল বাড়ীর সব লোক
সারা দেশ জুড়ে জ্বলছিল আনন্দালোক
আমি ছিলাম সর্বপ্রকারে রাজী
বাড়ীর কাছেই ছিল কাজের কাজী
আজতো খুশির দিন, আজ ঈদ,
তুমি এলে বাঁজত শানাই, বাঁজত সঙ্গীত
কেবল তুমিই এলেনা কাছে আজ
বৃথা গেল ভোরের রঙিলা সাজ
সব বোঝে মানুষ, কেবল লগ্ন বোঝেনা
আসা যওয়ার শুভ সন্ধিক্ষন চেনেনা ।