দেখতে গেলাম হাতির ঝিল
ঝিলের বাতি ঝিলমিল
কোন হাতি নেই ঝিলে
মশারা বাস করে বদ্ধ জলে ।
লেকের তীর যুবক যুবতীর
বয়স্করা অনাহুত, ভাবগম্ভীর !
জোড়ায় জোড়ায় নারী ও নর
একে অন্যকে করছে আদর
দেখছে সবাই, বলছেনা কিছু
কেউ নেই কারো পিছু পিছু
ওরাও সব ডেম কেয়ার
নিজের দেশ, নিজের সরকার ?
যটহীন পথে গাড়ীর বেশ গতি
প্রেমেও দেখলাম ভাল উন্নতি !
ভালই লাগল হাতির ঝিল
রক্ত নেশায় মশার কিলবিল !


পরদিন গেলাম রাজারবাগে
কেমন আয়েশে  রাজারা থাকে ?
এক রাজা ফুটপাতে বিকেল বেলা
সাজিয়ে বসেছে জোঁকের মেলা
জোঁকের তেলেতে নাকি পৌরুষ বাড়ে
কিনছে  মানুষ তা আগ্রহ ভরে
আমিও কিনলাম একটা দন্ড মালিশ
এবার লাগবেনা কোমরে বালিশ ?
রাজার বাগেতে রাজা একটাও নাই
হাজার হাজার আছে পুলিশের ভাই ।


পিলখানায় পিল নাই আজব খবর
সেখানে উঠেছে গড়ে বিজিবি সদর
ইলিফ্যান্ট রোডে চলে হাজার গাড়ী
দু’পাশে দোকান আর বড় বড় বাড়ী
এমন অনেক নাম ঢাকার শহরে
তকমা লাগিয়ে আছে ফাঁকা ভিতরে !