কে কখন চেটে খেয়ে ফেলেছিল আঁটি
জানালার সামনে গজায় কিশোর চারাটি ।
কচি ও কোমল তার লম্বা পাতা
বাতাসের দোলে দেয় বৃক্ষ বারতা !
এক মাঘে সারা অঙ্গে ফুটবে মুকুল
মধু খাবে, মধু নেবে, মৌ-অলিকূল !
জানালার সামনে এক চিলতে উঠোন
ঝিঙ্গে, শশা লতা, কয়েকটি বেগুন,
এক বিকেলে দেখি জোড়া টুনটুনি
বেগুন শাখেতে নাচে করে কানাকানি ।
একটি উড়ে গেলে অপরটিও যায়,
উভয়ে ফিরে আবার ঝিঙ্গে মাচায় ।
ভাবি, যদি এখানেই বসে যায় মন
আমার উঠোন হবে প্রিয় প্রাঙ্গন !
ডেকে বলি ওরে টোনা, ওগো প্রিয় টুনি ?
আমের পাতায় একটা বাসা নাও বুনি ।
আমাকে অবাক করে তিনদিন পর
তিনটি আমের পাতায় বুনে নিল ঘর !
জানালায় বসে দেখি টোনাটুনির বাসা
মনে ভাবি, ওরা ও কি বোঝে মোর ভাষা ??