এবার পাহাড়ে যাব
আর সমূদ্রে নয়,
পাহাড়ের ভূমিধ্বসে
স্বপ্নের হোক ক্ষয় !


সমূদ্র না হয়ে
হতে যদি নদী,
জেলে হয়ে থাকতাম
মৃত্যু অবধি !


পাথুরে মাটি খুঁড়ে
পেয়েছিলাম, সামান্য জল
জল ঝর্ণা হল,
তারপর নদী, সমূদ্র অতল !