তারিখ:২৯/০৮/২০১৪  


মিলুবাবু,
কেমন আছেন ?
দিন কয়েক আগে চিঠি লিখেছিলাম একটা
জানি পেয়েছেন,
জরুরী ভাবেননি প্রত্যুত্তর দেয়াটা ।
আজকাল ব্যস্ত সবাই তাও জানি,
কিন্ত্তু তারপরও
কিছু কিছু ব্যাপার আছে,
ব্যস্ততার চেয়েও বড়ো !
আপনার অতি প্রিয় “ধানসিড়ি”,
জন্ম ভিটা,
গত চিঠিতে অবশ্যই জেনেছেন
তার বিবরণ কিছুটা ?
বিরক্ত হবেন জেনেও আবারো লিখলাম আজ
ভেবেছিলাম, পত্র পাওয়া মাত্র
ফেলে সব কাজ
ছুটে আসবেন বাড়ি,
এটর্ণী সাহেব নিয়ে সাথে
বুঝিয়ে দেবেন,
কবির কি শক্তি তার কবিতাতে ।
সি,এস,পি ডিসি, অরুণ কুমার দত্ত চৌধুরী,
কোন ক্ষমতায় নিলামে তুলেছে
আপনার “ধানসিড়ি” ?
যার হবার কথা ছিল, বাড়ির পাহারাদার
তার দোতরায় উঠল কেন
বিনাশের ঝংকার ?
আমমোক্তার অবৈধ জেনে
নিজের করায়ত্ব করে,
“ধানসিড়ি” নিলাম দিলেন
কোন ক্ষমতার জোরে ?
লোক না থাকলে সম্পত্তি বেহাত,
এটাই যদি হয় কানুন ?
অন্যায্য এই কানুন ভাঙ্গার
একটা আন্দোলন আনুন ।


মিলু- জীবনানন্দ দাশের ডাক নাম ।