কোন কবির মৃত্যু হলে
সংবাদ পাওয়া মাত্র
আত্মার সদগতি প্রার্থনা করেই
আমি তাঁর কাব্য নিয়ে বসি ।
সম্ভব হলে অপ্রকাশিত পান্ডুলিপি সংগ্রহ করে
খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজি তাঁর মৃত্যুর কারন !
মৃত্যু সম্বন্ধীয় কবিতাগুলোয়
মৃত্যুর সময়, ক্ষন ও কারন সম্পর্কে তিনি কি বলে গেছেন ?
তিনি কি যীশুর মতো অন্তর্হীত হলেন
পূনর্জন্ম নিয়ে আবার ফিরে আসবেন বলে ?
নাকি বুদ্ধ বা মুহম্মদ(স্:) এর মত বলে কয়ে
জন্মক্ষনেই চলে গেলেন লৌকিকতা ছেড়ে ?
সংসার, সমাজ, দেশ, মানুষ বা কোনকিছুর প্রতি
ঘৃনা জন্মানোর সম্ভাবনা থাকলেই
কবি তাঁর নিজের মৃত্যু কামনা করেন ।
কেননা, অজাতশত্রু কবি ভালবাসা ছাড়া
অন্য কিছু লালন করেন না অন্তরে তাঁর !
কবির অন্তর জুড়ে জীব ও সৃষ্টির তরে
যত মঙ্গলাকাঙ্খা, শুভাশীষ ও কল্যাণ বাস করে ।
তাই কবি তাঁর মৃত্যুর কারণ জানেন
কবি তাঁর মৃত্যুর দিন জানেন
কবি তাঁর মৃত্যুর ক্ষণ সম্পর্কে জানেন
এবং কবি
সব লিখে যান তার কবিতায় ।