পশ্চিমের ছাদে আহ্লাদী বাগান ।
পূর্বে পেশাদার মৌচাষী,
পশ্চিমের ফুলের মধু খেয়ে বাঁচে
আমাদের মৌমাছি ।


ফুলেরা তাকিয়ে থাকে হেসে
আসে নাকি মৌ পাগলের দল
টবের গাছেরা গর্ভবতী হবে
আগামীতে ফোটাবে শতদল !


দক্ষিনের জানালায় গ্রীল ধরে থাকে
মলিন মূখী এক রূপসী
উদাস নয়নে দেখে মৌমাছির আনাগোনা  
যেন, হাজার বছরের উপোসী !


একদিন ইশারায় বললাম, তুমিও ফুল হলে  
মৌমাছি হতে পারি,
সামান্য কয়েক হাত আকাশ
উড়েই জমাবো পাড়ি !


মেয়েটি  হারিয়ে গেলো হঠাৎ
রেখে গেল একটি ফুলের টব;
সেই খুশিতেই লাফিয়ে উঠল
ঘরের আসবাবপত্র সব !