সাগরে ঢেউ আছে, উথ্থান পতন
নীল পণ্যের যে বণিক, তারও হারজিৎ আছে
প্রত্যাখ্যান আছে চুম্বকেরও, বস্তুর ভিতর ভিতর
যে অনতিক্রম্যতায় আমরা আলাদা হয়ে থাকি ।


কঠিন প্রকৃতিরও আছে বিণীত সৌজন্য প্রকাশ
প্রতিটি জীবের যেমন নিজস্ব ঠিকানা
আছে শূন্যতার বিশাল বিস্তৃতি,
স্মৃতি, তুমি এসো,
শব্দের গলা কেটে মুখোমূখী করব কবিতার আলাপণ ।


আমি ঠিকানা বলব না কাউকে,
কোনদিন বলবো না- আমার সুনীল বাগানে
সবুজ শিশিরে তোমার পায়ের ছাপ আছে ।
সিগারেটে পোড়া, জোঁকের মতো কালো আমার দু’টো ঠোঁট
ভীষণ আদর করেছিলাম একদিন
পরাগমাখা তোমার স্ফুরিত অধরের স্পর্শ পেয়েছিল বলে !


সব অস্বীকার করব আমি- সব
কাউকেই বলব না এইসব-
তোমার দেয়া ফুল তোলা রুমালেই মুখ মুছতাম আমি !


সব ভুলে যাব, দেখো, আমিও হয়ে যাব স্বাভাবিক মানুষ
নশ্বর, নম্র করুন প্রকৃতি !
স্মৃতি, তুমি এসো,
শব্দের গলা কেটে মুখোমূখী করব কবিতার আলাপণ
কেমন ?