বাসন্তি আমার
বুকের দূতাবাসের চীফ সেক্রেটারী
চোখের তালপুকুরে
শরতের ফোটা পদ্মের ললিত বিক্ষোভ ।


বাসন্তি আমার
সর্বক্ষণ অঙ্গে অঙ্গে মিশে থাকা
দারিদ্র বিলাসের
ধুলো মলিন ঘর্মাক্ত গেন্জির ফুটো ।


বাসন্তি আমার
দীর্ঘ প্রতীক্ষিত রাত্রির সুনীল সুষমা
প্রতিশ্রুতিবদ্ধ ভোরের
প্রথম যৌবনে শেফালির শুভ্র হাসি ।


বাসন্তি আমার
কবিতার জাগরন, উত্তরনের আশির্বাদ
চন্দ্রাতুর রাত্রির
রজনীগন্ধার বিনিদ্র স্বপ্ন বিলাস ।


বাসন্তি আমার
চিরজনমের প্রণয়ের পবিত্র তীর্থ
বাসন্তি আমার
চিরজনমের প্রেমের অনুপমা প্রতিমা মিত্র ।


(বিঃদ্রঃ-“বিষবৃক্ষ” কবিতাটি প্রকাশিত হবার পর আমার ও বাসন্তির (দু’টোই ছদ্মনাম)
বন্ধু ও সুভ্যার্থীগণ অনেকেই বাসন্তিকে অভিশাপ দেয়ায়  
ক্ষোভ প্রকাশ করে ফোন ও মেসেজ পাঠিয়েছেন ।কিন্তু খোদ বাসন্তির
মন্তব্য অন্যরকম । তিনি চান, সাধারন পাঠক বা পাঠক কবিগণ যেন কবি বা কবিতার
নায়ক নায়িকার প্রতি মনযোগ না দিয়ে কবিতার প্রতি মনযোগ দেন ।
এই আসরে আমার শততম লেখাটি বাসন্তিকে উৎসর্গ করলাম । সকলকে ধন্যবাদ )।