জলের ভিতর কাঁটা আছে
কাঁটার ভিতর জল
আমার মনে তুমি আছ
তোমার মনে ছল !


কল্ কলিয়ে নৌকা চলে
খল্ খল্ হাসে নদী
নৌকা তলায় বাতাস ছিঁড়ে
পালের দড়ি যদি ।


মাটির কোলে শষ্য ফলে
কৃষক ফাড়ে বুক
সোনার ধানের চিবুক খোঁজে
সবুজ টিয়ার চোখ ।


মানুষ চালায় কলের গাড়ী
গাড়ী পোড়ায় তেল
ঝক্ ঝকিয়ে ট্রেন চলে যায়
পড়ে থাকে রেল ।


নিত্য ভোরে সূর্য উঠে
পালায় দিনের শেষে
জোয়ার ভাটার ভালবাসা
বুঝব বল কিসে ?


মানুষ কেবল নিজের হাতেই
সাড়ে তিন হাত হয়
সত্য ফেলে মিথ্যা খুঁজে
আয়ু করে ক্ষয় !