বড় অদ্ভূত ! বড় অদ্ভূত তুমি
তোমার বিবেক, বুদ্ধি ও চোখ
আঁধারে ছিনিয়ে নিয়ে
আলোতে ফিরিয়ে দিলে
আমারই চিবুক !


বড় রহস্য তুমি
চাঁদের তিতির
এতো খোলা খুলি, অসংখ্য প্রাচীর
ভেঙ্গেও মিলেনি সন্ধান
তোমার বিচিত্র নির্মাণ !


তুমি কি অর্ধ ঈশ্বর ?
মহাদূত মহাদেবতার ?
অর্ধেক পূজায় তুষ্ট নও
উদ্ব্যত, বাকী অর্ধেক
ছিনিয়ে নেবার !


তোমার কি পূর্ণতা আছে
বস্তু, অবস্তু কোন প্রাপ্তিতে ?
বাম হাতে ধরা মলিন গেন্জি
খোলা তরবারি ডান হাতে !


বড় অদ্ভূত ! বড় রহস্যময়ী
বিচিত্র বিশ্বাসী বধু তুমি
আমিতো পূর্ণ সদাই
তোমার অপূর্ণ পদ চুমি ।