তোমার হরিন চোখে
কাজলের ছোঁয়া পড়ে যদি
অরণ্য মমতায় আমি উদাস হই ।
যদি কখনো একটু দুলে উঠে
‘ইউ’ কাট চুলের বিচূর্ণ কুন্তল
একটি কি দু’টি
ইচ্ছে করে আমিও সমূদ্র হই ।


এক ঝটকায় সমস্ত চুল উড়িয়ে দিয়ে বলি
ফুল, তুমি নতজানু হও
প্রণতি জানাও প্রিয়ারে আমার
বলো, আমি তার জন্ম জন্ম প্রতীক্ষায় আছি
তৃষার্ত চাতকের মতো,
বুভুক্ষ ভিখিরির মতো,
কৃষকের নীল চোখ যেমন তৃষার্ত থাকে
শীতার্ত সকালের
অনাগত শষ্যের
যেমন প্রতীক্ষায় থাকে কবি
ছাপাখানায় মুদ্রিত প্রথম প্রকাশিতব্য কাব্যের ।


আমি এইভাবে প্রতীক্ষায় থাকি প্রতিদিন,
দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন
তারপর একদিন আসবে একটি সামন্ত বিকেল
পাশাপাশি বসবো নির্জনে, ভাঙ্গবো বাদাম,
কথা হবে চোখে, আঙ্গুলে আঙ্গুলে
সুগভীর মৌনতায় ।


অথচ, আমি জানি, আমার এই কল্পনার কোন ভিত নেই
কোন পারঙ্গম শব্দ নেই এই কবিতায়
তবুও আমি প্রতীক্ষায় আছি
নিলীমা, তোমার প্রতীক্ষায় !