০১।
তোর নাকি ডায়বেটিস
অল্প অল্প খাস ?
এতবড় জাহাজটা
কিভাবে চালাস ?
আমি তোর ন্যাংটা কাইল্যা
পরিক্ষীত বন্ধু
দরকার লাগলে খবর দিতে
ভুল করিস না কিন্তু ?
০২।
বাদ্যানি তোর মাজায় বিছা
পাছা কেন দোলাস ?
শিঙ্গা চুইষ্যা বাত খসাবি
আমায় কেন নাচাস ?
০৩।
শাড়ি পড়লে
লাগে বউ
সেলোয়ার কামিজে
অন্য কেউ ।
3 নম্বর টা দশ নম্বরি ।
হাঃ হাঃ হাঃ
৩ নম্বর - মোটামুটি। কথা হচ্ছে শিঙ্গা-টি কোথাকার, এবং কত বড়। জানলে আমার বেতো বন্ধুদের বলতাম । অবশ্য আপনার নাম করেই বলতাম, কপি রাইট যে আপনার। ভালো থাকুন।
১ম টি অণু, পরের দুটি পরমাণু।
....শুভেচ্ছা রইলো।