পুকুরে ঝুকে পড়া ঝাড়ের নিঃসঙ্গ বাঁশ
নীল মাছরাঙ্গা করে তার সাথে সহবাস ।
এক পায়ে দাঁড়িয়ে খোঁজে পুঁটি ও খলসে
জলে ঘাঁই মারে কেবল মাগুর ও পাঙ্গাশে ।
মাছরাঙ্গা ভাবে, “হায় ! ছোট মাছ কই ?
ঈশ্বর রেখেছেন তাহার আহার নিশ্চয়ই” ?
রোদেলা সকাল যায় গড়িয়ে বিকেলে
তবুও মিলেনা মাছ পাখির কপালে ।
খাল-বিল, জলাশয় মানুষ খেয়েছে সেচে
সব দেখে জল ভরা পুকুর নিয়েছে বেছে ।
পুকুর যে বদলে গেছে, পাখি কি তা বোঝে ?
সে খাবে কি ? তাকে খেতে ওৎ পেতে আছে ।
অবশেষে মাঠে গিয়ে ঘাসের পোকা
খেয়ে কাটালো রাত মেছো মাছরাঙা   ।
পরদিন উড়ে গেল দুর অজানায়
আমাদের সংস্কৃতি রোজ এভাবে হারায় !


* বন্ধুরা বাইরে ছিলাম । ইংরেজি ল্যাপটপে আমার বাংলা লেখা আসে না । অনেক চেষ্টা করেও লেখালেখি চালাতে পারিনি । তাই আসরের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি । ধন্যবাদ সবাইকে ।*