আকাশ জুড়ে তারার মাঝে
শ্রমিকতারা কে কে ?
জীবন শেষের সুপারনোভা
মনে রাখবে তাকে?
প্রতিক্রিয়ার গতি কেমন?
কেনো তা ধীর ,শান্ত?
হৃদয়কুন্ডে জ্বলা আগুন
কেন এমন ক্লান্ত?


যে শহরের আকাশে আজ বিস্ফোরণের গন্ধ,
তার হৃদয়ের দহন দেখেও
কেন দুচোখ বন্ধ ?


আসলে সব বিস্ফোরণেই
মুক্তি খোঁজে শক্তি;
শক্তি আর অর্থে থাকে
লুকিয়ে রাজভক্তি ।

কার হৃদয়ে কী পক্ষাঘাত
টের পায়না অন্ধ;
অবাক কান্ড ---- ঘ্রাণশক্তি ;
সেটাও ভোঁতা ,বন্ধ।