কে আমি ?
যে আমি আনমনে হাঁটি,
হোঁচট খাই
মুচড়ে যায় গোড়ালি
এবং জীবন ।
কল্পনাজীবির শারীরিক কথা
স্থান পায় না কোথাও।
যন্ত্রণায় কটা প্যারাসিটামল লাগে সারাদিনে
জানে না কেউ ।
সেই আমি যার
যান্ত্রিক ডিভাইস পুড়ে যায়
যেকোনো সময় যার লেখা
চলে আসে
বাস - ট্রাম - ট্রেনের সামনে,
যেকোনো সময় যে
জানলা দিয়ে ঝাঁপ দেয়
প্রজাপতির পাশে পাশে ----
যে আমি তাও অক্ষত এবং
অখ্যাত থাকি ----
যে আমি-র হাতেই তবু
রং সবচেয়ে বেশী ঘন হয়ে ওঠে, এমনকি
কঙ্কালের গোড়ালির হাড়ে হাড়ে লেগে যায়
জীবনের মতো।
যে আমি তাও
আনমনে  হেঁটে যাই ;
যেদিন ছুটি পাই
সেই রবিবারের ছবি
পৃথিবীতে নিলামে ওঠে ।
যেদিন একটামাত্র
রং কেনার ক্ষমতা হয়
সেইদিন
তাতেই প্রাণবন্ত  হয়ে ওঠে
একরঙা সময়কাল ।
নাটকীয় আলো আর অন্ধকারে
দ্বিমাত্রিক জীবনে
উঠে আসে ছন্দের
বহু মাত্রার বিভ্রম।