যেদিন ডাইরির পাতাটা ফুরিয়ে যাবে
সেদিন আর লিখব না, মন শুধু পাতা উলটাবে ।
যেদিন আশ্চয হয়ে কারো রক্তক্ষরন করাব
সেদিন বুঝব আমার একঘেয়ামি শেষ , নতুন জীব্ন পাব ।
পিতা মাতা যখন আমার রুপে নতুন আঙ্গিকে ।
আমি তখন বধুকে নিয়ে আপন প্রান্তিকে ।
প্রানময় স্বছল, অরথো উপারজন বিসরজন এর মাঝে ।
প্রত্যাশা বাড়ছে, স্ব্প্ন কবর চিতায় সাজে ।
গায়ে উঠা ফুসকুরি ব্সন্ত রোগে ধরে ।
সে কটি মাসের চিন্তা পরিবার শুদ্ধু করে ।
হাজার কিমি দূরে সমাজ যখন চেতনায় ।
খবরের চ্যানেল ঘিরে আঙ্গুল মুখবই তে লিখে যায় ।
রোজ নতুন সুরা, নতুন দল গঠনের ফলে ।
পশ্চিমি হাওয়ায় বন্ধুজীব্ন নতুন রঙ্গকলে ।
অসফলতার বীজগুলো দানা দেয় সফল শিক্ষার তাগিদে ।
সফল আমি তখন হব যখন শনী ব্সবে না আর বাদিকে ।
এ হেন নতুন বিশ্বাসের যুগে অন্ধ যখন চোখের ভুল ।
রানার সেদিনও ছুটে চলেছে যেদিন কালি পেল এই ডাইরির কুল ।