বিরক্ত হয়েছি আজ শারীরিক বিক্রমে
কি দূধষ সূচনা তার কলঙ্কিত পরিনামে ।
শতাধিক সইনবল নামে অসূরীয় কাজে ।
পরিক্রমা আর হবে না এক্থা বলব কোন লাজে ?
মায়াবী চেতনা কেন জাগে বারবার ?
আদ্রতা করেছে ফাট্ল চেতনার চামড়ার ।
উলঙ্গ করেছে মাথা , হাত করেছে লাল ।
সবুজ এই বিশ্বের ভাগ্য শুধু মায়াজাল ।
কলির সত্য দরশন টা , এগিয়ে গেছি আমি ।
লুকিয়ে রাখা মূলমন্ত্র , প্রকাশ করাটা বোকামি ।
হাতের তুলি টান দিয়ে যাই দেশটা রঙ্গিন বলে ।
অনুভূতির কবি বেচে রইল কবিতা যে গেলো চলে ।