কি দারুন উপলব্ধি হল সেদিন
একেই হয়ত বলে ভাগ্য বিরম্বনা ।
যে ছাপ ভুলতে নিমপাতা বেটে খেয়েছিলাম ।
প্রতিজ্ঞা করেছিলাম তাকে আর মনে করব না ।
সেই প্রতিকি মিলের সাথে হটাৎ লিফটে দেখা ।
প্রথমটায় সত্যি বুঝে উঠতে পারিনি ।
ভুলে গেছিলাম আমি এখন আর বিজ্ঞ নই ।
আমি এখন ডাক কেন্দ্রকে দেই বাণী  ।


তবে চোখের ভুল সামান্য হলেও ভুল ।
বিশ্বাস কর তকে মনে পরে না কবিতা ছাড়া ।
জানিনা কোন অলৌকিক শক্তিবলে  
যশ প্রতিপত্তির চিন্তায় সাময়িক বাক হারা ।
তবে আজ বুঝেছি যে অতীত দমিয়ে রাখা কঠিন ।
তাই থাকছে না থেমে এই খাতা ও পেন ।
যতদিন পৃথিবীতে থাকবে জীবনানন্দ ।
আমার মত লোকের থাকবে বনলতা সেন ।