আজ নতুন জন্ম হল আমার
কেউ যখন বন্দী নতুন কারাগার ।
দেখতে পাইনি বলেই নিলাম কেড়ে
শূন্যে ভেসে থাকা মরীচিকা এল তেড়ে ।
কি দোষের শাস্তি পেলাম যখন ধাঁধা
এগিয়ে চলার পথে কান্না তখন বাঁধা ।
রক্তচক্ষু হয়ে তাকালাম আয়নার দিকে
চখে নির্গত রক্তে , স্বচ্ছতা হল ফিকে ।
ভালবাসি না তোকে উচ্চারণ করে ফেললাম
চুম্বকে আবিষ্ট মন , ক্ষোভ জুরাতে মাহাধাম ।
ক্ষমা আর ভোলা দুঃখের দুটি কারন
আমি বাচতে চাই , মৃত্যু করল বারন ।
এগিয়ে গেল ভেলা শান্ত নদীর জলে
মাঝে কিছু ঢেউ রক্ষা করল অতলে ।
মেনে নিলাম প্রবাদ বাক্য কর্মই জীবন
প্রতিজ্ঞার সূচনা হল হারব না কোন রন ।
ভাললাগা না ভালবাসা ঠিক বলতে পারলাম না
শেষে জানাব তোকে যে আমারও আসে কান্না ।


    ..................