যাত্রা যখন শুভ নয় , পেছনে থাকে মায়ের ক্রন্দন
দূজ্ঞা দূজ্ঞা বলা শব্দ শুভ প্রেরনা করে রোপণ ।
অলালসিত কোলাহল করে বিদ্যানিকেতনের চারিদিক ।
মানুষ ভুলে যায় বুলেট যন্ত্রটি দিয়ে চাওয়া যায় না ভিখ ।
যে ধর্মের আইন মোরা মেনে চলেছি শতবর্ষ ধরে
সংস্কার এর নামে বর্বরতায় তাহাই পিছু করে ।
চামড়ার ভিতরের তরল বাতাস পেলে শরীরে বেদনা আসে ।
সেই তরলেই বাতাস বন্ধ হলে মুক্ত হয়ে আত্মা হাসে ।