বিলাসবহুল জীবন ; অঝারিত প্রান
শীতল কিছু শব্দ করেছে আঘ্রান ।
চন্দ্রবিন্দু ফোটা আর স্বরে অ ছবি ।
বর্ণের পরিচয় ফোটে ঈশ্বর থেকে রবি ।
বাঙালি বুদ্ধি ছোটে পরিশ্রম অক্লান্ত ।
এ জনমে ঠাই পাব পৃথিবীর দুই প্রান্ত ।
চরাই উতরাই পাথেয় সুনামটি ধরি
কলঙ্কিত সাংসারিক জীবন দূরছাই করি ।
সুর তাল ছন্দময় অঘোষিত প্রতিভা
মেদহীন শরীরে কুদর্শনটাই আভা ।
বিজ্ঞময় জ্ঞ্যান, ধীর স্থির করা
কলম ছোটে কবিতায়, অনুভূতি ভরা ।
করব রচনা , স্বপ্ন শুধু গঠন
যে যা বলুক আমি আলাদা বর্ণন ।
যা লাগে চোখে তা অদেখা থাকে ।
সৃষ্টি হবে শিল্পে , সৃষ্টিকর্তা যদি রাখে ।
তবে পরিচয় হবে গোপন, নামটি হবে গপ্প ।
শেষে ভাবতে শেখাল যারা ধ্যন্যবাদ তাদের প্রাপ্য ।