আজ আমি পরাধীন ইতর বালির মাঝে ।
রক্তিক আভা ;
চন্দ্রকূট পাহাড়ের গায়ে আছড়ে পরছে যেন ,
শতাব্দীর সেরা প্রাচীর বানিয়েছি দিনে দিনে ।
যৌন্ তরঙ্গ ;
যেন ভাসিয়ে নিয়ে গেছে বন্ধুচেত্তা মন ।
স্বাধীন কাগুজে ঠোঙ্গা ফুলিয়ে রেখেছি কতদিন
বৈশাখের গাছে অগ্রাহনে ফোটে ফুল ।
চালের গুড়ো ;
চাঁদ পূর্ণিমার দিনে পুলি পিঠের গন্ধে উজাড় ।
তখন সবে ফাল্গুনের শান্ত হাওয়া বইছিল
ধীর পায়ে নিস্ক্রমন হয়েছে ব্যাথার ।
পারাধীন বালির মাঝে আটকে ইতর অনুভূতি ।
দিনটি ৭ ই চৈত্র ।