এক মগ সুরা আর তার সাথে কিছু উপদেয় ।
তারপর ভুলে যাওয়া জীবনটা উদ্দেশ্য না বিধেয় ।
প্রতিবিম্ব সৃষ্টি হছে যখন প্রতিফলিত হয় ভাবনা ।
সৃষ্টি করেছে যে তার কি মনে রাখা কাজ না ?
চলো তাও এগিয়ে দিলাম এক নতুন তারার খোজে
তারার আলো হোক টিমটিম, তারা মানুষের মন তো বোঝে ।
ভুত ভবিষ্যৎ বর্তমান , এই যদি হয় দিক ?
জন্ম কেন পিছু ছাড়ে না , কেন হয় আত্মার প্রতীক ?
বন্ধুটা মন দিয়ে শোনে, বলে প্রভাবিত করছে তাকে ।
আকর্ষণই যদি কেন্দ্র হয়, সেতো পালিয়ে বেড়াচ্ছে কোন ফাঁকে !
আশ্চর্য প্রদীপ পেয়েছি যেটা কলমের আগায় আছে ।
ঘষলে শুধু কালি বেড়োয় , জিনি মাথায় নাচে ।
পরিণত বুদ্ধিরা করে সব অপরিণত আচরণ ।
প্রশ্ন যেখানে মানব ভ্রূণ , মানব দেয় ধর্মের ব্যাকরণ !
তবু মনে পরে ভালবাসা , প্রথম চোখ ফলা ঘুম ।
সাধ্যমত চেষ্টা করিনি , সান্তনা ও আশ্বাসই কুটুম ।
কতদিন থাকবে জানিনা , ঋণাত্মক কিছু কলঙ্ক ।
আতঙ্ক তখন আর জাগে না যখন মানুষ পেরিত ভূমিকম্প ।
কেউ বা কাহিল কেউ বা বদ্ধ , প্রতিবাদ হারিয়েছে ।
বিশ্বাস শুধু সৃজনশীলতায় তাই জল দিয়ে যাই গাছে ।
দোয়াতের কালি ফুরিয়ে গেছে , কাগজের নেই যে দেখা ।
প্যাপিরাস গাছের চারা হাতে যারা রক্তই কি তাদের লেখা ?