চিরাগ আর আগুন দুটো শব্দের প্রকরন মাত্র
চিরাগ জলে প্রদীপে আর আগুন জলে মনে এটাই পার্থক্য ।
ফিনোটাইপ কেন্দ্রিক মনোভাব আমাদের জীবনে প্রচ্ছল ।
মনের আগুনের জিনোটাইপ সেটাই তো মনে হয় ছল ।
ফিরে যাই সেই জন্মকালে যখন মা আমায় কোলে নিয়েছিল ।
ভাবিনি তখন বড় হব যখন মাকে গিয়ে কি বলব ?
আমি কে ? আমি কে ? আমি কে ? এর কি উত্তর ?
মা বলল তুই কে ? দেখাতে হবে এটাই এর প্রতুত্তর ।
বেশ তাই , আমি রাস্তা দিয়ে ধীরে ধীরে ছুটে চলছি ।
রাস্তা ফাকা তবু মনে হচ্ছে আমি যেন পিছিয়ে পড়ছি ।
বন্ধু বান্ধব ভাই বোন সবাই তো আমার চেনা
কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতা কিছুতেই টিকতেই দিচ্ছে না ।
হটাৎ দেখি কিছু লোক হাঁটছে ঠিক আমার পাশে পাশে
বলছে ভয় নেই এগিয়ে চল , বাধা সবার জীবনেই আসে ।
বুঝতে বাকি রইল না এরা কারা আর কি চায় ?
মনটা ভারাক্রান্ত হল কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় ।
তাই তো দেখি রাস্তা সরু কিন্তু মলিন তাদের স্নেহস্পরশে ।
মাথা উচু করে বাচে আবার মাথা ঝুকায় মাঝে তাকে পায় কে !
শাস্ত্রে বলে গুরু বিনা নাহি ভজ জীবন গতি পার
শিক্ষা, দীক্ষা, মন্ত্রে ধরি তুচ্ছ সে সমস্যা আর ।
প্রশ্ন কিন্তু রয়ে গেল ঝুকাবো না মাথা ,নত নই কারো পানে ।
আগুন এ মনে পারব কি দাড়াতে একদিন এগিয়ে তাদের সামনে ?