প্রেম ;
এ এক অদ্ভুদ ব্যাকরণ,
সুন্দর সেই পরিধি
সুন্দর সেই জীবন ।
কারো দেহে আছে প্রান
কারো বা মাত্রা পেয়েছে চরম।
কেউবা শুকিয়ে ফেলেছে নাভির জল
কেউ বাড়িয়ে দিয়েছে দেহের আঁচ ।
সে এক সুন্দর পৃথিবী , সুন্দর প্রেমের আচরন ।


বার বার ফিরতে চেয়েছে যারা
তারা কবি হয়ে ফিরে এসেছে ।
থেকেছে থেমে , প্রতীক্ষায় কিছুকাল ।
দাড়ি টেনেছে লাইনে শেষ লেখার পর ।
চলছে , শুধু চলছে আগমনী দিশার দিকে ।
ভারী হচ্ছে সময়টা এবার তো ছোট ।
ছুটবো , আমি ছুটবো শুধুই ছুটবো
হাত ঝারি , পা ঝারি , তবু হাল্কা লাগছে না ।
কি দারুন যন্ত্রণায় উচ্চ রক সঙ্গীত বাজছে ।


এখন প্রেম আর নয় মধুর
যেন ব্যাথাটাই অদ্ভুদ আনন্দের ।
মনে হয় থাবড়ে লাল করে দেই ,
মনে হয় আমি এক মোটা ভারী এক জন্তু ।
ভাল মানাবে কিনা জানিনা
তবে সৃষ্টির নেশাকে সাদর অভ্যরতনা ।
এই দিন মনে রাখব জড়িয়ে থাকব যতদিন
প্রেম জ্যাপনে ততদিন হবে না দেবী পক্ষের সান্তনা ।