হায়রে আকাশ রং মাখালি
এ কেমন কয়লা কালী?
তোর ভয়েতে মাঠ ছেড়েছে
কৃষক শ্রমিক মজুর মালি।
           কালবৈশাখী রূপ যে তোর
           বড়ই ভয়ঙ্করী,
           ধ্বংস যজ্ঞ যখন তখন
           প্রবল প্রলয়ংকরী।
যখন আসিস ক্রুদ্ধ মনে
তর্জে গর্জে রুদ্ধ রণে,
আতঙ্ক মনে লুকায় কোণে
চাইনা তোকে প্রতাপ বাণে।



শরতের ঐ নীলাবরন রূপে
সাদা মেঘের শুভ্র ভেলা,
মন ছুটে যায় ধরতে তোকে
কাশ বনের ফুলের মেলা।



শান্ত শ্যামল সবুজ মাঠে
তোরে দেখি অদূর পানে,
নীলায় ভরা আবরনে
জেগে আছিস প্রহরী মনে।



বাদল দিনে তোর রূপেতে
রং ধনু রং আঁকে,
তোর আভাতে হই মুগ্ধ
ছাঁই রং রূপ দেখে।



পড়ন্ত বেলায় আবীর মাখা
মন করে পাগলামী,
কাব্য রসিক সাহিত‌্যিকগণ
হয় তখন মহাপ্রেমী।