শীত চায় মোটা কাপড়
বৃষ্টি ভেজায় দেহ,
মন যাদের আপন ভাবে
তারাই নাই কেহ।
আকাশ নাকি কাঁদে শোকে
সূর্য ঘুমায় দুঃখে,
প্রকৃতির এই বিষন্নতায়
আমিও নেই সুখে।
শীত চায় মোটা কাপড়
বৃষ্টি ভেজায় দেহ,
মন যাদের আপন ভাবে
তারাই নাই কেহ।
আকাশ নাকি কাঁদে শোকে
সূর্য ঘুমায় দুঃখে,
প্রকৃতির এই বিষন্নতায়
আমিও নেই সুখে।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৫৮টি মন্তব্য এসেছে।
চমৎকার কাব্য
বেশ লেগেছে পাঠে,
মুগ্ধ_
প্রিয় কবি সতত ভালোবাসা রইল।
তাইতো, এমত অবস্থায় সুখে কিকরে থাকে কবিরা?
খুব খুব সুন্দর লিখেছ বন্ধু............
অনেক ভালোবাসা রইল।
প্রকৃতির হঠাৎ পরিবর্তন, মনে তোলে আলোড়ন।
সুন্দর অনুভবী কাব্য ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
প্রকৃতির আবেশ নিয়ে জীবনের বাস্তব উপলব্ধির অনুরণন কবি।শুভকামনা সতত
গরম কালে পাখা দামী
ঠান্ডা রাখতে মাথা!
ঝড়-বাদলে ছাতার কদর
শীতের দিনে কাঁথা!
ভারী সুন্দর অনুকাব্য লিখেছেন প্রিয় কবি!
শুভকামনা নিরন্তর---!
অনুকাব্য পাঠে হাসতে হাসতে
পেটের খিল লেগে যাচ্ছে কবি দিদি--
বাহ!আপনার কাব্য প্রতিভার সূর্য তো এখন দেখি মধ্য গগনে।চমৎকার রূপক কাব্য।অসংখ্য শুভকামনা জানালাম।
প্রকৃতির কান্না,
মনে ডাকে বন্যা।
শুভেচ্ছা অনন্ত।
বাঃ খুবই সুন্দর লিখেছেন প্রিয় কবি। হার্দিক শুভকামনা রইল।
প্রকৃতির রূপকে বিরহের অনুরণন ..
সুন্দর কাব্যিকতা
শুভেচ্ছা কবি
কম কথায় সুন্দর গোছানো কাব্য ।বেশ ভালো লাগল ।শুভেচ্ছা জানবেন।
প্রকৃতির আচরণের উপর সুন্দর ভাবনার প্রকাশ। কবিকে অনেক শুভেচ্ছা।
অসাধারণ ভাবনার একটি কবিতা।বেশ ভালো কবি।
কেন বিষণ্ণতা!মন যাদের আপন ভাবে তাড়াইতো সব।শুভেচ্ছা ও শুভকামনা রইলো চিরন্তন প্রিয় কবিবর।
খুব সন্দর অণু ভাবনা ৷
সুন্দর আবেগী মূর্ছনা ।শুভেচ্ছা অনেক প্রিয় কবি ।
অপূর্ব উপলব্ধি বোধনের অসাধারণ হৃদয় বিদারক মর্মস্পর্শী লেখণী মিশ্রিত "অনুকাব্য" নামক অনেক সুন্দর এই প্রকৃতি ও বিরহের নান্দনিক কাব্য রূপায়নের অপরূপ ছান্দসিক কাব্যিকতায় বিমোহিত হ'লাম সনামধন্যা স্নেহাস্পদ সুপ্রিয় কবি বন্ধু বোনটির প্রতি। অতি স্বল্পে লেখা ধাঁরালো নিঁখুত বোধগম্যতার সঠিক উচ্চারণ পাঠে রেখে গেলাম আন্তরিক প্রীতি ও শাশ্বত শুভেচ্ছা। বর্তমান সময়ে, আমি আবারো অতীতের মত রোগের কবলেই পড়ে আছি বোন। শরীরটা বেশ অসুস্থ্য । যার কারণে, এই মুহুর্তে আসর মহলের সকল কবি বন্ধুদের কাছে একান্ত ভাবে সঠিক সময়ে ঠিকমত যোগাযোগ এবং পাতায় যাওয়া, ইচ্ছা থাকা সত্ব্যেও সম্ভব হয়ে উঠছে না । তাই,অনুরোধ জানাই, আমার জন্য প্রাণ খোলা দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করতে পরম বিধাতার কাছে। আর এই ঠান্ডা আবহাওয়ায়, আপনি আপনার নিজ শরীরের দিকে সার্বোক্ষণিক সুতীক্ষ্ণ দৃষ্টি রাখার আহ্বান এবং অনুরোধ জানিয়ে আপাতত এই মুহুর্তে গভীর ভালোবাসা ও অভিনন্দন রেখে বিদায় নিলাম কবি আপু। কারণ, আমি এখন বুঝতে শিখেছি, জীবনের প্রতিটি মুহুর্তে "দেহ" সুস্থতার কত প্রয়োজন এবং মূল্য। বেঁচে থাকলে আবারও --!!!!! >>>>>
ভালো থাকবেন "সারাক্ষণ",
বন্ধু'দের সনে মিশিয়ে মন।
একই সংসারের "বাসিন্দা",
কেউ না করি কারও নিন্দা।
মৃত্যু'ই --সবার পরম দান,
স্মরণ থাকলে কাঁদবে প্রাণ।
এটা'ই-- র ই ল "প্রতিদান"
ধন্যবাদান্তে --"শহিদ খাঁন"।।
কেন এমন অভিমান কবি
কর গো মিছামিছি ।
কে বলছে কেউ নাই কাছে
আমরা তো আছি ।
এমন হাড় কাঁপা কনকনে
পৌষ মাসের শীতে ।
কবিজি মজে থাকবে তার
প্রিয় জনের পিরিতে ।
কিন্তু না কবি শুধু উদাস
থাকে বিষণ্ণ মনে ।
আর তার ভক্তকুলকে সে
ভাবায় ক্ষনে ক্ষনে...............
সুন্দর অর্থবহ কবিতা।
ভালো থাকবেন,কবি।
মন যাদের আপন ভাবে তারা তো মনের কাছে থাকার কথা।
কিন্তু কেন এই ভিন্নতা? অনন্য সুন্দর অনুকাব্য।
অবিরাম শুভেচ্ছা প্রিয় কবি।
একদম সত্যি কবি।অসময়ে অনাসৃষ্টি। সুন্দর কাব্যিকতা কবি।
প্রকৃতির বিবরণ অসাধারণ।শুভেচ্ছা-ভালবাসা নিরন্তর কবিবন্ধু।
বেশ অর্থবহ অনু...
তারাই নয় কেহ অথবা তাদের নাই কেহ
অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবির জন্যে।
বাহ! সুন্দর!
ভারী সুন্দর রূপক কাব্য লিখলেন প্রিয় কবি । সময়টায় এইরকম । আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
দারুন একটা ঝলক পেলাম কবিতায় ।
প্রকৃতি আর বিরহ মিলেমিশে একাকার।
খুব সুন্দর!
মনা = মন
-ভাল থাকুন হামেশা।
ঘটনা তাড়িত ক্ষণ ,
উদবিগ্ন তাই মন ।
সুন্দর কাব্য, অশেষ শুভেচ্ছা ।
ভাল থাকুন সদা ।
তবুও ও চেষ্টা করতে হবে বাঁচতে হলে,সুখে থাকার, প্রিয় কবি, বেশ ভালো লাগলো অনু কবিতা পাঠে--
অন্তহীন শুভেচ্ছায় রেখে গেলাম সর্বাঙ্গীন মঙ্গল কামনা।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.