সেদিন উত্তেজিত হয়ে কলমটা
ফেলেছিলাম জলাশয়ে,
ভেবেছিলাম আর নয়
তাহলে কেন?


প্রশ্নটা আমার নয় তোমার!বলছি;
স্বভাব যার আঁকা পাথর পেন্সিলে সেতো
এঁকে যায় বিবস্ত্র দেয়ালে।


স্বভাব যার লিখার
সেতো বার বার লিখে যায়
আছড়ে পরা সমুদ্র ঢেউয়ের বালু চড়ের বুকে।


রাগ ক্ষোভ অগ্নিদহন বুকের পাঁজরে পুঞ্জিভূত।
তুলে রাখলাম জীর্ণ শিকায়...


আজ আর নয় কোন কথা
রাগিনী জোত্স্নায় একটি প্রেমের গল্প শোনাও
অবোধ শিশুর মতো নিষ্পলক দৃষ্টি মেলে
তাকিয়ে থাকব তোমারই দিকে...