ভয়ঙ্কর কাল রাত
পাষণ্ড পাক জাহাজ নোঙ্গর
ফেলে বাংলার বঙ্গ সাগরে,
উত্তাল পাতাল করে জল।
বিচ্ছিন্ন করে বুদ্ধিজীবীর
মহান মস্তক।


চূর্ণ-বিচূর্ণ করে সুউচ্চ দালানের ইট-কংক্রিট,
লাল রক্ত ফেনায় নদী-নালা খাল-বিল;
শাপলা ভাসে নোনা জলে।


ভারী কান্নার আওয়াজ থমকে
দেয় রঙিন জীবনের স্বপ্ন।
সারি সারি মানব লাশের স্তুপ
বিদীর্ণ করে মন পাথর।


চিত্ত চিরে অশ্রু ঝরে অনির্বার


সেদিনই স্বাধীনতার সূর্য উদিত
হওয়ার আশায় কাল রাত্রির গহনে
নিজেকে দিয়েছে বিসর্জন।


অবশেষে মুক্তি..
এক সাগর রক্ত এনে দিয়েছে স্বাধীনতা।