বসন্ত এসে ফুল বাগানে
দিচ্ছে যেন হানা,
প্রজাপতি খুব খুশিতে  
হয়েছে আটখানা।


মৌমাছিরা মধু লোভে
খুঁজছিল ফুল কুঁড়ি,
লজ্জাবতী ফুলগুলো সব  
খাচ্ছিলো সুরসুরি।


কালো ভ্রমর ফুলের গন্ধ
ভাল্লগে না তার,
সুযোগ বুঝে মুখোশ পরে
করলো অপকার।


সময় হল বসন্তদের
বিদায় নেবার পালা,
মৌমাছিরা গুনগুনিয়ে
খুলছে গানের গলা।


কালো ভ্রমর ভিলেন হয়ে
থাকছে দূরে দূরে,
প্রজাপতি অভিমানে
যাচ্ছে যেন মরে।


ভাবছি মনে... বসন্ত তুমি বড় সুখ
তোমার স্পর্শে কেউবা খুশি কেউবা পায় দুখ।