বৈশাখ তোমার তান্ডব ঝড়ে
নাও না তুলে সমগ্র বিশ্বের
রোগ-শোক দুঃখ-যাতনা!


তোমার প্রতাপে উৎপাটন
করো সমগ্র বিশ্ব ভৎসর্না,
যন্ত্রণা, কুমন্ত্রণা,বেহিশাবি সুখ,
কুৎসিত বাসনা।


তোমার বজ্র সুর ধ্বনি
ঝংকারে চুরমার করো
মন্দ দেবতার কৃষ্ণগহ্বর।
উপড়ে ফেলো কামুকতার
নগ্ন মনোত্তাপ।


বৈশাখ তোমার প্রবালী
হাওয়ায় বিচ্ছিন্ন করো
অসম বুভুক্ষু মানস কামনা।
জাগাও চেতনা মানব অন্তরে।


হে বৈশাখ আবার এসো
অন্ধকারের কালো প্রাচীর
ভেঙ্গে দুমরে মুচরে এসো
তোমার সাহসী বুকে স্বর্ণালী
আলো জ্বালাতে প্রতি প্রভাতে।


এসো তোমার অবিনাশী নবীন
সুর শোনাতে রবীন্দ্র সরোবরে।


সকল প্রিয়দের জানাই বাংলা নব বর্ষের প্রীতি ও শুভেচ্ছা. ১৪২৮ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ স্বাচ্ছন্দ। জীবন হোক গতিময়।