হে বিরাট হে মহাবীর
তুমি বাঙ্গালীকে ভালোবেসে
এঁকেছো বাংলার মানচিত্র বুকে
তুমি অমর চির উন্নত মমঃশির।


তুমি উত্তাল তুমি ভয়ংকর,
গর্জে উঠেছো বাঙ্গালীর স্বার্থে
প্লাবিত করেছো বিশ্বভূমি
তল হতে বহুতল।  


তুমি দুর্নিবার, জলন্ত আগ্নেয়গিরি
তোমার স্ফুলিঙ্গ অনির্বাণ,
বিস্তৃত প্রজন্ম থেকে প্রজন্ম।  
    
বাংলার বাগানে তুমি ফুটেছিলে
হয়ে একটি গন্ধরাজ,
সুগন্ধ সৌরভে মাতিয়ে ভূমি
স্থান করে নিলে সকল অন্তরাজ।


নিস্তব্ধ অবেলায় রণিত হয়েছিল
তোমার বিদায়ের সুর,
রক্ত মজ্জায় প্রতিধ্বনিত হল
কতনা বেদনা বিদুর?      


তীব্র ব্যথায় জর্জরিত ছিল
হাজারও প্রিয় মুখ,
চাপা কষ্ট আর নয়ন জলে
করেছিল করুণ শোক।


স্তব্ধ নিথর পাথর সম্ভার
করছে সবাই একই হাহাকার,
প্রাপ্তির মাঝে অপ্রাপ্তির ব্যথা
হয়নিকো দূর কাব্য কথা।    


চির জাগ্রত চির ভাস্কর তুমি
তোমার জন্মে ধন্য বঙ্গভূমি।