আজ কবিতা নয়,
ছড়িয়ে দিলাম দু'হাতে কলমের নীল কষ্ট।
যারা বাবার পাঁজর ঝাঁঝরা করেছিল,মায়ের সিঁথি মুছে, শাখা ভেঙ্গে পড়িয়েছিল লোহার শিকল।
ভাইকে করেছিল কারারুদ্ধ, চিরতরে নিয়েছিল কেড়ে বোনের সম্ভ্রব, আমি সেইসব বর্বর বিকৃত মানসিকতার বিরুদ্ধে ছড়িয়ে দিলাম কলমের নীল কষ্ট।


আমি এখনও মৌনতায় নীল বিদ্রোহ করি,অত্যাচারিত প্রত্যাখ্যাত নিপিড়ীত মানুষের
পক্ষে শানিত তলোয়ার তুলি, ছুঁড়ে দিই ধারালো তীর। প্রতিঘাতে ক্ষুবলে তুলি মাংস
আমি নির্মম; আমি নিষ্ঠুর; আমি প্রবল প্রতাপে ঝাঁপিয়ে পড়ি যুদ্ধের ময়দানে।


ছুড়ে দিলাম কলমের নীল কষ্ট
অব্যক্ত সঞ্চিত লাভাকৃত ঘৃনা...  
যারা আমার মায়ের কোল খালি করতে চেয়েছিল,
যারা চেয়েছিল মায়ের মুখ বন্ধ করে ভাষা কেড়ে নিতে চিরতরে।